নিজস্ব প্রতিবদেক►
পার্টনার্স ইন হেলথ ডেভেলপমেন্ট (পিএইচডি) বাস্তবায়িত ও প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় আজ সোমবার (২৪ জুলাই) সদর উপজেলা পরিষদ হলরুমে লার্নিং ডেসিমিনেশন ও হস্তান্তর কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরওয়ার কবীর। এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তাসনিমা সুলতানা স্মৃতি, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক এ এফ ও রাজিয়া তরফদার, ইউএইচএফও ডা. নাজমুস সাকিব, ইউএলও তরুন কুমার দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর পিএইচডি রায়হানুল ইসলাম বিপ্লব।
পার্টনার্স ইন হেলথ ডেভেলপমেন্ট (পিএইচডি) একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণকে দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন।